![]() |
বামে- সভাপতি মোঃ নূর উদ্দিন, ডানে- সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক |
সংবাদ প্রতিদিন ডেস্ক:
বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বামডো)-এর কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত।
(রবিবার) ১০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোঃ নূর উদ্দিন (ছাতা মার্কা) ২৬৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন (আনারস মার্কা) পেয়েছেন ২৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল খালেক(মাছ মার্কা) ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হেকিম পেয়েছেন ১৮৮ ভোট।
সমাজকল্যাণ পদে হাফেজ শফিকুল রহমান ( বাল্ব মার্কা) ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখরুল ইসলাম (কাঠাঁল মার্কা) পেয়েছেন ১৯০ ভোট।
সোমবার সন্ধ্যায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার ছিলেন জয় কুমার হাজরা, বামডো নির্বাচন কমিশনের সদস্য সচিব আইনূর উদ্দিন, সদস্য এস.এম.এ রেজা উদ্দিন রাজু, ফজলুল রহমান প্রমুখ।
তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়,আদমপুরে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে কার্যনির্বাহী কমিটির ৬ টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৪২ ভোটারের মধ্যে ৫১৭ ভোট দেন।
ফল ঘোষণার পর বামডো সদস্যদের উদ্দেশ্যে প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সভাপতি নূর উদ্দিন বলেন, সংগঠনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা চাই।
বামডো’র ১১টি পদের মধ্যে ৮ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, আন্তর্জাতিক ও নারী বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, ক্রীড়া সম্পাদক মোঃ ঈসমাইল হোসেন, অফিস সম্পাদক মোঃ ফেরদৌস আহম্মদ, কোষাধ্যক্ষ মোঃ নূর মোহাম্মদ, সহ সভাপতি মোঃ মজর আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ উসমান খান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ বীন তাহের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন