আশিকুর রহমান (বশেমুরবিপ্রবি প্রতিনিধি ):
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর একটি বিজ্ঞানভিত্তিক সামাজিক সংগঠন 'বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান কল্পকাহিনী লেখা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টিতে অধ্যায়রত শিক্ষার্থীদের থেকে লেখা আহবান করা হয়েছে।গত ১৯ই জানুয়ারী ২০২১ ,রোজ মঙ্গলবার সংগঠনটির অফিশিয়াল ফেইসবুক পেইজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিটি নিচে হুবহু তুলে ধরা হলো""কল্পবিজ্ঞানে বিজ্ঞানচর্চা"
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক বিষয়সমূহে মেধার বিকাশ,প্রতিযোগিতা সৃষ্টি ও সচেতনতা তৈরির লক্ষে বিজ্ঞানচর্চার বিকল্প নেই।বিজ্ঞানচর্চা সৃষ্টির ধারাবাহিক কর্মসূচির মধ্যে, বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব বশেমুরবিপ্রবিতে অধ্যায়রত শিক্ষার্থীদের জন্য নিয়ে এলো,"বিজ্ঞান কল্পকাহিনী লেখা প্রতিযোগিতা -২০২১"।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি নেই।
নিয়মাবলী:-
১.বাংলা অথবা ইংরেজি যেকোনো ভাষায় লেখনি পাঠানো যাবে।সফট কপি ডকুমেন্ট, পিডিএফ বা অন্য যেকোনো ফরমেটে প্রদান করা যাবে।লেখনির শেষ অংশে লেখকের পরিচয়, অধ্যায়রত বর্ষ,ডিপার্টমেন্ট ও মোবাইল নাম্বার দিতে হবে।
২.লেখনি অবশ্যই মৌলিক হতে হবে এবং শব্দ সংখ্যা সর্বোচ্চ ১৫০০ এর মধ্যে হতে হবে।
৩.লেখা সাবমিটের শেষ তারিখ:২০ই ফেব্রুয়ারি, ২০২১ ইং।
৪.লেখা পাঠানোর ঠিকানা:bsmrstuscienceclub@gmail.com
বাছাই পর্বে শ্রেষ্ঠ লেখনি নির্বাচনের ক্ষেত্রে ইভেন্টে বিচারকের দ্বায়িত্বে থাকবেন :
Dr. ATM Saiful Islam
Chairman,
Civil Engineering Department, BSMRSTU.
✍️ নির্বাচিত শ্রেষ্ঠ তিন লেখকের জন্য থাকছে তিনটি বিশেষ আকর্ষণীয় পুরস্কারসহ, অনলাইন সার্টিফিকেট এবং বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত ওয়ার্কশপ ও ইভেন্টসমূহে ফ্রিতে অংশগ্রহণের সুযোগ।
✍️ নির্বাচিত সেরা দশ লেখকের তালিকা প্রকাশ ও নির্বাচিত লেখাসমূহ থেকে বাছাইকৃত লেখনি পরবর্তীতে বিজ্ঞান ক্লাব কর্তৃক প্রকাশিত সাইন্স ম্যাগাজিনে প্রকাশ করা হবে।
✍️প্রয়োজনে যোগাযোগ :
01869759101(আবির)
01309383513(তানিম শুভ)
ধন্যবাদান্তে :হুমাইরা শেখ
প্রেসিডেন্ট, বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন