নাছির খান,যশোর:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও আসন্ন মনিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি হলেন আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। মনিরামপুর পৌরসভার ৬ মনোনয়ন প্রত্যাশির তথ্য যাচাই-বাছাই শেষে ২৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও বর্তমান পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানকে আওযামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বলে সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে কাজী মাহমুদুল হাসানের মনোনয়নের খবর শুনে তাৎক্ষনিক ভাবে আওয়ামীলীগসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা পৌরশহরের প্রধান-প্রধান সড়কে আনন্দ মিছিল করাসহ মিষ্টি বিতরন করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন