সংবাদ প্রতিদিন ডেস্ক:
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মুন জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে মো. মাসুদ করিম নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে চিকিৎসা প্রদানরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির সকল কাগজাদি পর্যবেক্ষণে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেন।
উল্লিখিত অপরাধের দায়ে উক্ত ভুয়া ডাক্তারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা। সার্বিক সহযোগিতায় ছিলেন হবিগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন