সংবাদ প্রতিদিন ডেস্ক:
সিলেটের উপশহরে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
১৭ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত সিলেটের উপশহরে রোটারি ক্লাব অব সিলেট স্টারের আয়োজনে ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র ও সেইফটি স্যোসাল অর্গানাইজেশনের সহযোগীরা স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের ২০১৯-২০ সনের ডিস্ট্রিক্ট গভর্নর লেফটেন্যান্ট কর্নেল (অব) এম আতাউর রহমান পীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২২-২৩-২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী।
কর্মসূচীতে ২২ জন স্বেচ্ছায় রক্তদান করেন ও ৫৫ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন