সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১১টি স্থানে পুলিশের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচতেনতামূলক সভা অনুষ্টিত হয়েছে।
“নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের বিয়ানীবাজার থানার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৃথক এসব সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হকসহ পৌরসভা ও ইউনিয়নের দায়িত্বে থাকা বিট অফিসারগণ উপস্থিত ছিলেন।
পুলিশের উদ্যোগে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান-সদস্যদের সহায়তায় অনুষ্ঠিত ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ দিবসে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৃথকভাবে অনুষ্ঠিত এসব সভায় উপস্থিত নেতৃবৃন্দসহ মুরব্বীয়ান-যুবক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সবাই যার-যার এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ করতে সবধরণের সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এছাড়াও আইনশৃংখলা বাহিনীকে সহায়তা করতেও কাজ চালিয়ে যাবেন এলাকার লোকজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন