সংবাদ প্রতিদিন ডেস্ক:
টাকার বিনিময়ে নয়, যোগ্যতা বিচার করে ভোট দিতে চান সিলেট জেলার দশঘর ইউনিয়নবাসী।
সরজমিনে দেখা যায়, অর্থলোভে প্রণোদিত হয়ে অযোগ্য প্রার্থীকে ভোট না দিয়ে বিবেক খাটিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান দশঘর ইউনিয়নবাসী।
আগামী ২৯ অক্টোবর দশঘর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে জুবায়েদুর আওয়ামী লীগ থেকে নৌকা ও এমাদ উদ্দিন খান বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দু’জন ঘোড়া ও আনারস। তাঁরা চার জন আনুষ্ঠানিকভাবে জনসংযোগ শুরু করলেও প্রচারে এগিয়ে আছে ধানের শীষ প্রতীকের প্রার্থী এমাদ উদ্দিন খান। বৃষ্টি-বাদল উপেক্ষা করে প্রতিদিন এক এলাকা থেকে অন্য এলাকা চষে বেড়াচ্ছেন বি এন পির এ প্রার্থী। গত ১৭ বছরের উন্নয়নচিত্র তুলে ধরে সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তিনি। অন্যদিকে বাকী তিন প্রার্থী প্রচারে কিছুটা পিছিয়ে রয়েছেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেক প্রার্থীই ভোটারদের টাকা-পয়সা দেওয়াসহ বিভিন্ন ধরনের লোভ দেখাতে পারেন। কিন্তু ভোটারদের ভোট দিতে হবে নিজেদের বিবেক খাটিয়ে। যারা আজ টাকা দিচ্ছেন কাল তারাই দুর্নীতি করে সেই টাকা জনগণের কাছ থেকে উশুল করে নেবেন।
তিনি ওইসব প্রার্থী থেকে সাবধান থাকার জন্য ভোটারদের অনুরোধ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন