সিলেটের জমিনে হযরত শাহজালাল (রাহ.)-এর স্বার্থক উত্তর পুরুষ হচ্ছেন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ শামছুল উলামা আল্লামা মোহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রাহ.)। উনাকে নিয়ে সিলেটের শিবির নেতা নাঠ্যকার বেলাল আহমদ মুরাদের ফাইজলামি ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ।
মুরাদকে গ্রেফতারের দাবি জানিয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাবেক সভাপতি আলাউদ্দিন পাশা বলেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার পৃষ্ঠপোষক জামানার মুজাদ্দিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)কে নিয়ে ফাইজলামি করে সিলেটবাসীকে অশান্ত করে দিয়েছে।
তিনি বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র কোন মেয়ে ভারতে বিয়ে দেন নাই। কিন্তু শিবিরের দালাল সন্ত্রাসী মুরাদ ও একটি হিন্দু ছেলে বিপ্লব কুমার তারা দুজন ভিডিওতে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)কে নিয়ে ফাইজলামি করতেছে। এমন কি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে নিয়ে ফাইজলামি করে। যাহা সিলেটের মানুষের কলিজা আঘাত করেছে। পীর আউলিয়াকে নিয়ে এমন ফাইজলামি কখনো মেনে নেওয়া যায় না। দিন দিন এই সন্ত্রাসী মুরাদ বেপরোয়া হয়ে উঠেছে।
আমরা সিলেটের প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি রায়হান হত্যার জড়িত ও ফুলতলী (রহ.)এর কটুক্তিকারী সন্ত্রাসী মুরাদকে দ্রুত গ্রেফতার করারা আহবান জানাচ্ছি। অন্যথায় ওলী আউলিয়ার ভক্ত বৃন্দ কঠিন ভাষায় জবাদ দিতে বাধ্য হবে।
সিলেট নগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকবরের সাথে আলোচনায় আসেন শিবির ক্যাডার বেলাল আহমদ মুরাদ। এখন সিলেটবাসীর কলিজায় আঘাত করেছে এই শিবির ক্যাডার মুরাদ।
এ বিষয়টি বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ দৃষ্টিগোচর হলে তিনি বলেন, আল্লামা ফুলতলী (রহ.) ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, দেশের সর্বজন শ্রদ্বেয় ব্যক্তিত্ব তার বিষয়ে এমন বক্তব্য যা চরম বেয়াদবি। আল্লামা ফুলতলী রহ: নিয়ে যে বক্তব্য দিয়েছেন নাট্যকার বেলাল আহমদ মুরাদ তার নিন্দা জানান তিনি। মুরাদকে অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন