হারিয়ে যাবো
সাবরিন সুলতানা রিতু
এই মনটা কি যে চায় তা আমি জানি না,
ছুটে পালায় শুধু তোমার ঠিকানা।
তুমি আছো আমার স্বপ্নের মাঝে,
স্বপ্নগুলো শুধুই তোমায় খুঁজে।
তুমি কি আমার,আমি কি তোমার?
আজও তা কেন অজানা?
হারিয়ে যাবো, খুঁজে পাবে না,
হারিয়ে যাবো ফিরে আসবো না। (২")
প্রতিটা সময় কেটে যায় আমার,
তোমার কথা ভেবে।
কখন যানি তুমি আমার,
সামনে এসে দেখা দেবে। (২")
তুমি কি আমার,আমি কি তোমার?
আজও তা কেন অজানা?
হারিয়ে যাবো, খুঁজে পাবে না,
হারিয়ে যাবো ফিরে আসবো না।
মনটা আমার শুধু তোমায় চায়,
তুমি কেন তা বুঝনা?
তুমি ছাড়া আমার স্বপ্নগুলো,
খুঁজে পায় না ঠিকানা।
তুমি কি আমার,আমি কি তোমার?
আজও তা কেন অজানা?
হারিয়ে যাবো, খুঁজে পাবে না,
হারিয়ে যাবো ফিরে আসবো না।(২")
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন