সংবাদ প্রতিদিন ডেস্ক:
সিলেটর এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের বিচার দাবিতে প্রতিবাদী পথনাটক পরিবেশন করেছে নগরনাট।
সোমবার (২৮ সেপ্টেম্বর)বিকাল ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে তরুণী ধর্ষণের প্রতিবাদে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উক্ত পথনাটক পরিবেশন করে নগরনাট।
ধর্ষিতার স্বজনদের আহাজারি, রক্তমাখা তরুণীর আর্তনাদ, নরপশুদের নগ্ন উল্লাস। সবই ফুটে উঠে নাটকের বিভিন্ন দৃশ্যে।
এদিকে বিকাল সাড়ে ৪ টায় শুরু হওয়া সাংস্কৃতিক সমাবেশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে আবৃত্তি, গণসংগীত, দলীয় সংগীত, একক সংগীত পরিবেশন করা হয়। প্রতিবাদী এ সমাবেশ চলে সন্ধ্যা পর্যন্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন