সংবাদ প্রতিদিন ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনার কারণে গেল ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। দীর্ঘ ৬৮ দিন পর গেল ৩১ মে থেকে সীমিত আকারে শুরু হয় এক্সপ্রেস (আন্তঃনগর) ট্রেনের চলাচল। ওই দিন ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। ৩ জুন ১১ জোড়া, ১৬ আগস্ট ১৩ জোড়া ট্রেন চালু করে রেলওয়ে। এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে ১৮ জোড়া এবং ৫ সেপ্টেম্বর থেকে ১৯ জোড়া ট্রেন চলাচল শুরু হচ্ছে।
৫ সেপ্টেম্বরের থেকে সিলেট-ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল করবে তিনটি এক্সপ্রেস ট্রেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানায়, সিলেট-ঢাকা-সিলেট রুটে জয়ন্তিকা এবং উপবন ট্রেন চলাচল করবে। এছাড়া সিলেট-চট্টগ্রাম-সিলেট রুটে চলবে পাহাড়িকা/উদয়ন ট্রেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকায় ট্রেনগুলোর বগি অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। বর্তমানে সকল বগি ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন