নিজস্ব প্রতিনিধি:
রক্তের প্রয়োজন হয়েছে কারও এমন তথ্য পাওয়ার পর থেকে সিলেটের সামাজিক সংগঠন “সেইফটি স্যোসাল অর্গানাইজেশন” এর কর্মীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা লেগে যায়। রোগীর স্বজনদের কাছে কে কার আগে রক্ত পৌঁছে দেবেন শুরু হয় তার তোড়জোড়। দুস্থ মানুষের সেবায় এই সংগঠনের কর্মীরা নিজেদের আত্নমাবতার সেবায় সর্বদা নিয়োজিত রাখছে।
রক্তের প্রয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তদাতা এবং রক্তের খোঁজে পোস্ট দেন সংগঠনের কর্মীরা। আর রক্তদাতার খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত দাতার সাথে রোগীর আত্নিয়র যোগাযোগ করে দেন। পরে রক্তদাতা গিয়ে রক্তদান করে করে আসেন।
শুধু রক্ত বা রক্তদাতার খোঁজই নয়, সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক মানববন্ধন, ঈদ সমগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী নানা ধরনের কর্মকান্ড এবং বিভিন্ন সেবা ও প্রচারণামূলক কাজ করছে। সংগঠনের বেশিভাগ ভাগ সদস্য শিক্ষার্থী ও পেশাজীবী।
সংগঠনের সঙ্গে জড়িতরা জানান, জরুরী প্রয়োজনে রোগীদের জীবন বাঁচাতে রক্ত জোগাড় করে দেওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মনমানসিকতা নিয়ে কিছু তরুণ ২০১৭ সালের ১৪ এপ্রিল সেইফটি স্যোসাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন। এর পর থেকেই বিভিন্নভাবে অসংখ্য মানুষের পাশে দাড়াচ্ছে সংগঠনটি।
![]() |
রক্তদাতা রক্তদান করছেন |
এ পর্যন্ত অসংখ্য রোগীকে রক্ত জোগাড় করে দিয়েছে সংগঠনটি। এছাড়া কারোনা ভাইরাস কালীন সময় বিভিন্ন সময় অসহায় দরিদ্র পরিবারে মাঝে ত্রান বিতরণ করেছে। এছাড়াও ঈদে দুস্থ মাঝে “ঈদ সামগ্রী” বিতরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।
সংগঠনের অন্যতম প্রতিষ্টাতা মুক্তার হোসেন মান্না বলেন, এটি তারুণ্যনির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন। জরুরি রক্তের প্রয়োজনে তাঁরা রোগীদের পাশে দাঁড়ান। রক্তদান ও সামাজিক কাজের মাধ্যমে ইতিমধ্যে সংগঠনটি বেশ খ্যাতি অর্জন করেছে।
তিনি আরো বলেন, এই করোনার সময়ও প্রতিদিন অসংখ্য রক্তদাতা মুমূর্ষ রোগীকে রক্তদান করতে এগিয়ে আসছেন।
সংগঠনের আরেক প্রতিষ্টাতা মুহিবুর রহমান শোয়াইব বলেন, সেইফটি স্যোসাল অর্গানাইজেশন প্রতিষ্টালগ্ন থেকে মানুষের জীবনমান উন্নায়ন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী করে আসছে। এছাড়াও সিলেটের বিভিন্ন মফস্বল যায়গায় গিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে আসছে, যেকোন দূর্যোগের সময় অসহায় ও দরিদ্রদের পাশে দাড়াচ্ছে সংগঠনটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন